জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গত ২৭ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও কালেক্টরেট স্কুলের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, লালমনিরহাট জনাব আবু জাফর। জাতীয় পরিসংখ্যান দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন জনাব ইমরান হোসেন প্রধান, উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, লালমনিরহাট। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা (অব:) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ।
আলোচনা সভায় পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা কর্মচারী, স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হক প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস