আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নের শর্তাবলী পূরণস্বাপেক্ষে লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় আবেদনপত্র আহবান করা যাচ্ছে-
আবেদনকারীর যোগ্যতাঃ
১। প্রার্থীকে সংশ্লিষ্ট গণনা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট গণনা এলাকায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী গণনা এলাকা হতে নেয়া হবে।
২। প্রার্থীকে ন্যুনতম এইচএসসি/ সমমান পাশ হতে হবে (সুপারভাইজার বাছাই এর ক্ষেত্রে স্নাতক উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে)।
৩। ইংরেজি হাতের লেখা স্পষ্ট ও বোধগম্য হতে হবে এবং ICR ফরমের সাথে হাতের লেখা সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৪। প্রার্থীকে মাঠ পর্যায়ে (ডোর টু ডোর) কাজ করার মানসিকতা থাকতে হবে।
৫। তালিকা কাজে স্মার্টফোন ব্যবহার হবে বিধায় প্রার্থীর নিজস্ব স্মার্টফোন (এন্ড্রয়েড ভার্সন ৬ বা তদুর্ধ্ব ও স্ক্রীন সাইজ কমপক্ষে ৫'') থাকতে হবে এবং স্মার্টফোন পরিচালনায় দক্ষ হতে হবে।
৬। কমপক্ষে ৫০% মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৭। উপর্যুক্ত যোগ্যতা থাকা সাপেক্ষে বিবিএস এর পূর্বের শুমারি/ জরিপ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের নিয়মাবলীঃ
১। আবেদনপত্র উপজেলা পরিসংখ্যান কার্যালয়, তথ্য কেন্দ্র- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (তথ্য আপা), ইউনিয়ন ডিজিটাল সেন্টার (সকল) লালমনিরহাট জেলা এবং (bbs.lalmonirhat.gov.bd) ঠিকানায় পাওয়া যাবে।
২। স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের সাথে ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদ/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৩। আবেদনপত্র আগামী ২৭ জানুয়ারি, ২০২০ খ্রি. তারিখে বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিজ নিজ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বরাবর পৌঁছাতে হবে।
নির্বাচনের শর্তাবলীঃ
১। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
২। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। (প্রাথমিকভাবে বাছাইকৃতদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে)।
৩। সাক্ষাৎকার গ্রহণের সময় মূল সনদপত্রসমূহ ও নিজস্ব স্মার্টফোন উপস্থাপন করতে হবে।
৪। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুমারি চলাকালীন সময়ের জন্য নির্বাচন করা হবে। শুমারি কার্যক্রম শেষে তাঁর নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
৫। শুমারি কার্যক্রম শেষে পারিশ্রমিক/সম্মানী মোবাইল ব্যাংকিং এর মাধমে পরিশোধ করা হবে।।
৬। কোন প্রকার তদবির/ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস