সাম্প্রতিক সময়ে আমাদের অর্জন সমূহ
ভোক্তা মূল্য সূচক (সিপিআই)মুদ্রাস্ফীতি হার এবং মজুরি হার সূচক (ডব্লিউআরআই) নির্ণয় করা বিবিএস এর একটি নিয়মিত কাজ।ভোক্তা মূল্য সূচক (সিপিআই)গণনা করার জন্য দুটি স্বাধীন সেট (পণ্য ও পরিষেবা) ব্যবহার করা হয়। গ্রামীণ এবং শহরের বাজারে ০৪ (চার) টি দরছকের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হয়। গ্রামীণ বাজারে ৩১৮টি আইটেম আর শহরের বাজারে৪২২টি আইটেম ব্যবহার করে শহর এবং গ্রামীণ সূচকগুলিকে একত্রিত করে জাতীয়ভোক্তা মূল্য সূচক (সিপিআই)গণনা করা হয়। আইএলও গ্রুপিং অনুযায়ীজাতীয় এবং উপ-জাতীয় সিপিআই আইটেমগুলিকে ৮ টি প্রধান বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। যেমন-
I. খাদ্য, পানীয় এবং তামাক
II. পোশাক এবং পাদুকা, ভাড়া, জ্বালানী এবং আলো
III. আসবাবপত্র, গৃহস্থালীসরঞ্জাম এবং কার্যকলাপ
IV. চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য ব্যয়
V. পরিবহন এবংযোগাযোগ
VI. বিনোদন, শিক্ষা ও সাংস্কৃতিক সেবা এবং
VII. বিবিধ পণ্য এবং পরিষেবা।
‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অবইন্ডিসেস’ প্রকল্প এর আওতায় ভোক্তা মূল্য সূচক (CPI), মজুরি হার সূচক (WRI), বাড়ি ভাড়ার সূচক (HRI), গৃহনির্মাণ সামগ্রি সূচক (BMPI) এবং শিল্প উৎপাদন সূচক ও উৎপাদকের মূল্য সূচক (IIP & PPI)এর ভিত্তি বছর ২০০৫-০৬ = ১০০ হতে ২০১৫-১৬ = ১০০ এ পরিবর্তনের লক্ষ্যে লালমনিরহাট জেলার শহর ও গ্রামীণ খুচরা বাজারে ফুড ও নন ফুড দ্রব্যসামগ্রী এবং সেবা,নির্মাণ সামগ্রি, মজুরি হার ও বাড়ি ভাড়ার ২০২৩-২৪ অর্থ বছরের মূল্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।
i. CPI (Consumer Price Index) রিবেইজিং
ii. WRI (Wage Rate Index) রিবেইজিং
iii. HRI (House Rent Index) রিবেইজিং
iv. BMPI (Building Material Price Index) রিবেইজিং
v. IIP & PPI (Index of Industrial Production & Producer Price Index) রিবেইজিং
সঠিক, নির্ভূল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নের জন্যবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে শুমারি ও জরিপ পরিচালনা করে থাকে। জেলা পরিসংখ্যান কার্যালয়, লালমনিরহাট অধীনস্ত উপজেলা পরিসংখ্যান অফিসগুলোর সমন্বয়ে শুমারি ও জরিপ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও সরবরাহ করে থাকে। ২০২৩-২৪ অর্থ বছরে বাস্তবায়িত শুমারি ও জরিপসমূহ-
অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্প এর অধীন ট্যাবলেট ব্যবহারপূর্বক Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে অর্থনৈতিক শুমারি-২০২৩ ১ম জোনাল অপারেশন এর ম্যাপিং কার্যক্রম ১৮ মে-১লা জুন, ২০২৪ খ্রি. এবং লিস্টিং কার্যক্রম ০৭ জুন, ২০২৪ থেকে ২৭ জুন, ২০২৪ সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্লাটফর্ম প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় ৩৪টি পিএসইউ এর স্থানীয় রেজিষ্টার ও সুপারভাইজারগণের মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI)পদ্ধতিতে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বসবাস, বহির্গমন, আগমন, প্রতিবন্ধী, এইচআইভি ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে Intercensal Period-এ দেশের জনসংখ্যা নিরূপণ, জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির হার নির্ধারণ ও বিভিন্ন জনতাত্ত্বিক সূচক নির্ধারণ করা হয়।
Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে খানার আয় ব্যয় সংক্রান্ত জরিপ হাউজহোল্ড বেইজড এনভায়রনমেন্টাল সার্ভে (HBES) ২০২৩-২৪ এর মূল কার্যক্রম গত ০৫ জুন, ২০২৪ খ্রি. শুরু হয়ে ১৪ জুন, ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত হয়।
বিবিএস ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপ কাজের লালমনিরহাট জেলায় Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজ চলমান রয়েছে। মোট ১২ টি পর্বে এই জরিপ কার্যক্রম সম্পন্ন হবে। এই জরিপের উদ্দেশ্য হল ভৌগোলিক অবস্থানভেদে শিল্প, পেশা এবং লিঙ্গ ভিত্তিক প্রাতিষ্ঠানিক ও অ-প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, বেকারত্ব, শ্রম স্থানান্তর, মজুরী এবং কর্মঘন্টা সংক্রান্ত পরিসংখ্যান তৈরী করা।
‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্প এর আওতায় ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপের লিস্টিং কার্যক্রম ৫ মার্চ, ২০২৪খ্রি. হতে ৪ জুন, ২০২৪খ্রি. পর্যন্ত লালমনিরহাট জেলার ১২ টি PSU এ পরিচালিত হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ত্রৈমাসিক মোট ‘দেশজ উৎপাদ (QGDP) এবং জেলা ভিত্তিক মোট দেশজ উৎপাদ (DGDP) উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ‘বেসরকারি শিক্ষা সেবা প্রতিষ্ঠান জরিপ ২০২৪’ কার্যক্রম ২৭ মে, ২০২৪ খ্রি. হতে ৫ জুন, ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের ‘WASH মনিটরিং সিস্টেম সার্ভে’ শীর্ষক জরিপ কার্যক্রম মাঠ পর্যায়ে ২৬ জুন, ২০২৪ থেকে ১৭ জুলাই, ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস