Wellcome to National Portal
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • আভ্যন্তরীণ প্রশিক্ষণঃ

     জেলা পরিসংখ্যান কার্যালয়, লালমনিরহাট ও এর অধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে কৃষি পরিসংখ্যান, মূল্য ও মজুরির তথ্য সংগ্রহ, আর্থিক, প্রশাসনিক, নৈতিকতা, শুদ্ধাচার, সুশাসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


  • সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে সভাঃ

         সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (stakeholders) অংশগ্রহণে ০২ টি সভা করা হয়েছে।


  • কর্ম-পরিবেশউন্নয়নঃ

    জেলা পরিসংখ্যান কার্যালয়, লালমনিরহাট ও এর অধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের কর্ম পরিবেশ উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেইজিং অব ইন্ডিসিস

    ‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অবইন্ডিসেস’ প্রকল্প এর আওতায় ভোক্তা মূল্য সূচক (CPI), মজুরি হার সূচক (WRI), বাড়ি ভাড়ার সূচক (HRI), গৃহনির্মাণ সামগ্রি সূচক (BMPI) এবং শিল্প উৎপাদন সূচক ও উৎপাদকের মূল্য সূচক (IIP & PPI)এর ভিত্তি বছর ২০০৫-০৬ = ১০০ হতে ২০১৫-১৬ = ১০০ এ পরিবর্তনের লক্ষ্যে লালমনিরহাট জেলার শহর ও গ্রামীণ খুচরা বাজারে ফুড ও নন ফুড দ্রব্যসামগ্রী এবং সেবা,নির্মাণ সামগ্রি, মজুরি হার ও বাড়ি ভাড়ার ২০২৩-২৪ অর্থ বছরের মূল্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।

  • CPI (Consumer Price Index) রিবেইজিং
  • WRI (Wage Rate Index) রিবেইজিং
  •  HRI (House Rent Index) রিবেইজিং
  • BMPI (Building Material Price Index) রিবেইজিং
  • IIP & PPI (Index of Industrial Production & Producer Price Index) রিবেইজিং


  • অর্থনৈতিক শুমারি-২০২৩

     অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্প এর অধীন ট্যাবলেট ব্যবহারপূর্বক Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে অর্থনৈতিক শুমারি-২০২৩ ১ম জোনাল অপারেশন এর ম্যাপিং কার্যক্রম ১৮ মে-১লা জুন, ২০২৪ খ্রি. এবং লিস্টিং কার্যক্রম ০৭ জুন, ২০২৪ থেকে ২৭ জুন, ২০২৪ সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।


  • HBES- ২০২৪

         Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে খানার আয় ব্যয় সংক্রান্ত জরিপ হাউজহোল্ড বেইজড এনভায়রনমেন্টাল সার্ভে (HBES) ২০২৩-২৪ এর মূল কার্যক্রম গত ০৫ জুন, ২০২৪ খ্রি. শুরু হয়ে ১৪ জুন, ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত হয়।


  • ICT সার্ভে

       ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্প এর আওতায় ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপের লিস্টিং কার্যক্রম ৫ মার্চ, ২০২৪খ্রি. হতে ৪ জুন, ২০২৪খ্রি. পর্যন্ত লালমনিরহাট জেলার ১২ টি PSU এ পরিচালিত হয়।


  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪

           বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ত্রৈমাসিক মোট ‘দেশজ উৎপাদ (QGDP)  এবং জেলা ভিত্তিক মোট দেশজ উৎপাদ (DGDP) উন্নয়ন প্রকল্প’ এর  আওতায় ‘বেসরকারি শিক্ষা সেবা প্রতিষ্ঠান জরিপ ২০২৪’ কার্যক্রম ২৭ মে, ২০২৪ খ্রি. হতে ৫ জুন, ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত হয়।


  • ওয়াশ ম্যানেজমেন্ট সার্ভে

         ইউনিসেফ বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের ‘WASH মনিটরিং সিস্টেম সার্ভে’ শীর্ষক জরিপ কার্যক্রম মাঠ পর্যায়ে ২৬ জুন, ২০২৪ থেকে ১৭ জুলাই, ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়।


  • আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহঃ

        তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে ১৫ টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।